Thu. Oct 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮: ভাষাসৈনিক, রাজনীতিবিদ, সংগঠক, আইনজীবী ও লেখক বর্ষীয়ান নেতা আহমেদ আলী দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের সেবা শুশ্রুষায় গৃহবন্ধী হয়ে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। সেই সময়ের পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ গণপরিষদের সদস্য, পরে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। মামলার হামলা, আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিকথাসহ বেশ কিছু বই লিখেছেন তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আহমেদ আলী এখন অনেকটা লোকচক্ষুর অন্তরালে। গত ৫ই জানুয়ারী কুমিল্লার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরের দিন ৬ই জানুয়ারী তাঁকে ভর্তি করা হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে শরীরে ধরা পরে মরণব্যাধি ক্যান্সার।

প্রবীণ এ রাজনীতিকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। ৯০ বছর বয়সী এই মানুষটি এখনও স্বপ্ন দেখেন আওয়ামী লীগেরই নেতৃত্বে এই দেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।