Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: প্রথম শ্রেণির ক্রিকেটে জাকির হাসানের অভিষেক হয়েছে মাত্র বছর দুয়েক হলো। এরই মাঝে স্বাদ নিয়ে ফেললেন ডাবল সেঞ্চুরির। এ পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪১ ইনিংসে ১২৭৬ রান করেছেন যেখানে তার ৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৩৭*।

গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরকে ছাড়িয়ে গিয়েছিলেন জাকির হাসান। ১৫৬ রান নিয়ে অপরাজিত থাকা জাকির আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৯৫ বল খেলে ২৩টি চারের সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি আসরের প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন। ১৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিএলের পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন।