Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮:  দুদিন পরই মুক্তি পাচ্ছে বহুল বিতর্কিত বলিউড সিনেমা ‘পদ্মাবত’। কিন্তু তারপরও একের পর অঘটনের খবর শোনা যাচ্ছে। চিত্রনাট্যে রদ-বদল আনার পর সিনেমা থেকে শ্রেয়া ঘোষালের গানটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আর এ বিষয়টা নাকি জানানোই হয়নি শ্রেয়া ঘোষালকে। তাই উষ্মা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার ভক্তদের মধ্যে। শুরুতে কথা ছিল পদ্মাবত সিনেমায় তিনটি গান থাকবে শ্রেয়ার। কিন্তু অনলাইনে জিউক বক্স রিলিজ করার পর একটিই গানই চূড়ান্ত হয় শ্রেয়ার।

গানটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল তার। আর সেই গানটি বাদ পড়ার খবরে বেশ খানিকটা হতাশ হয়েছেন তিনি। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর একজন ভক্ত সরাসরি টুইট করে শ্রেয়াকে বলেছেন, ‘এরপর থেকে প্রতিটা গানের জন্য আপনার আলাদা করে পারিশ্রমিক নেওয়া উচিত। ওরা তো আপনাকে দিয়ে গাইয়ে, সেই গানের মাধ্যমে প্রচার করে হাইপ তৈরি করে! তারপর দেখা যায়, সেই গানটাই ছবিতে নেই’!

শ্রেয়া অবশ্য শান্ত করার চেষ্টা করেছেন সেই ভক্তকে। পাল্টা টুইট করে বলেছেন, ‘প্লিজ রেগে যাবেন না। একটা ভাল ছবি বানাতে হলে অনেকরকম ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক গানই একটা ছবির জন্য রেকর্ড করা হয়। স্ক্রিপ্ট পাল্টালে তখন সেগুলো বাদও পড়ে। সেটা হয়তো দুর্ভাগ্যজনক। কিন্তু অনিচ্ছাকৃতও’। সূত্র : এবেলা