খােলা বাজার২৪। সোমবার, ৩১ জানুয়ারি, ২০১৮: আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের বরিশাল, দিনাজপুর এবং মংলা শাখায় ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২১ জানুয়ারি, ২০১৮ ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মনিরুল হক।
২২ জানুয়ারি ব্যাংকের মংলা শাখায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইবিএল খুলনা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুরুল আলম। শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
২৩ জানুয়ারি দিনাপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের বগুড়া জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মজিবর রহমান। শাখা ব্যবস্থাপক মবিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।