খােলা বাজার২৪। শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮: বিশ্ববিখ্যাত গেম ‘সুপার মারিও রান’ এর মূল চরিত্র সুপার মারিও’র ওপর একটি সিনেমা বানানোর কথা ঘোষণা করেছে বিশ্বখ্যাত গেম কনসোল নির্মাতা নিনটেন্ডো। বৃহস্পতিবার তারা তাদের ওয়েবসাইটে একটি ব্লগে এই কথাটি জানায়।
তাদের ব্লগে আরও বলা হয়, এই গেম চরিত্রকে বাস্তবে রূপান্তরিত করার জন্যে মার্কিন সিনেমা নির্মাতা ‘ইলুমুনেশন এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে কাজ করবে। এই সিনেমা নির্মাণে ‘ইলুমুনেশন এন্টারটেইনমেন্ট’এর প্রধান নির্বাহী ক্রিস মেলেডান্ড্রি এবং নিনটেন্ডোর পরিচালক শিগেরু মিয়ামোটো একসাথে কাজ করবে।
তবে এই দুই কোম্পানির মধ্যকার চুক্তি, কবে এই সিনেমা প্রকাশ পাবে অথবা কে এই চরিত্রের জন্যে নেপথ্যকণ্ঠ দেবে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ‘ইলুমুনেশন এন্টারটেইনমেন্ট’ আগেও বেশকিছু অ্যানিমেটেড সিনেমা তৈরি করেছে যা বক্স অফিসে বেশ তোলপাড় সৃষ্টি করেছিল। বক্স অফিস কাঁপানো সেই ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘মিনিয়ন্স’ এবং ‘ডেসপিকেবল মি’। সূত্র : সিএনএন