Thu. Oct 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে বিশ্ব। বেড়েছে বজ্রপাতের প্রকোপ। ঘরে-বাইরে বজ্রপাতে মারা যাচ্ছে মানুষ। এ অবস্থা থেকে মুক্তির পথ খুঁজছে বিজ্ঞানীরা। বজ্রপাতে ক্রমবর্ধমান প্রাণহানি ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করে কলকাতা বিশ্ববিদ্যালয় ভবনসহ রাজ্যের কয়েকটি একটি যন্ত্র বসানো হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, বজ্রপাত নিয়ন্ত্রণ করতে না-পারলেও এই যন্ত্র ৪৫ মিনিট আগেই বজ্রপাতের সংকেত দেবে। সেই অনুযায়ী সতর্ক করা যাবে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে। এতে কমে আসবে প্রাণহানি। অন্ধ্রপ্রদেশ সরকার আধুনিক সেন্সর বসিয়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা কমিয়ে এনেছে। তার পরেই ওই প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ। বিশ্ববিদ্যালয় ছাড়াও ওই সেন্সরযন্ত্র বসানো হয়েছে খড়্গপুর, বড়জোড়া, হলদিয়া, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব সুরেশ কুমার জানান, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেটটপ বক্সের মাধ্যমে এসএমএস করে টেলিভিশনে সম্ভাব্য বজ্রপাতের খবর পাঠানো হবে। যেখানে বাজ পড়বে, তার ২০০ মিটারের মধ্যে কাজ করবে ওই যন্ত্রের সেন্সর।