Mon. Oct 13th, 2025
Advertisements

বায়েজিদ মাহমুদ  যশোর;যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে পঁচা পানির পুকুর থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্ত এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তে রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে পঁচা পানির পুকুরে ফেনসিডিলের চালান মজুত করছে। এমন সংবাদের ভিত্তিতে পুকুরে থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্যে ৬লাখ টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।