Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কোটি টাকার কনে কেকখােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮: বিয়ের সাজে কনে। টানা টানা চোখ, টিকালো নাক। গাঢ় লাল লিপস্টিকে মাখা ঠোঁট। পরনে বিয়ের পোশাক। মাথায় হিজাব। শরীরে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে হীরা দিয়ে তৈরি অলংকার। ঠিক যেমনটা আরব দেশে হয়। কিন্তু এই কনেকে নাকি খাওয়া যায়! বিষয়টি চমকানোর মতো ঘটনা হলেও সত্য। এ আসলে কনে নয়, কেক। হ্যাঁ, এরকমই এক কেক বানিয়ে গোটা বিশ্বে নজর কেড়েছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেবি উইংহাম।

দুবাইতে বিয়ের একটি ফ্যাশন শোতে বানানো হয়েছে কেকটি। যা দেখলে যে কারো কনে বলে বিভ্রম হবে। ৬ ফুট লম্বা এই কেক কনেকে বানাতে লেগেছে ১০ দিন, ১ হাজার ডিম ও ২০ কেজি চকোলেট। কেকটি তৈরি করতে তাঁর খরচ হয়েছে প্রায় ৬ কোটিরও বেশি টাকা।

তবে বলা বাহুল্য, যত কড়ি ঢেলেছেন, তত মিষ্টিও হয়েছে। না এখনও সে কেক কেউ চেখে দেখেননি।

এখন প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্ব, পুরোটাই ঝুঁকছে ডেস্টিনেশন ওয়েডিং কিংবা প্রি-ওয়েডিং ফটোশুটের দিকে। বিয়ে আগে ছিল অনুষ্ঠান। কর্পোরেট হাওয়ায় এখন তা ‘ইভেন্ট’। সুতরাং কোন ইভেন্ট কত ভাল, কে কোথায় নজর কাড়ল, তার হিসেবও চলবে বইকি। ফলত ডিজাইনাররাও বিয়ে নিয়ে নতুন কিছু ভাবছেন। যেমন ভাবলেন লন্ডনের এই ডিজাইনার। আস্ত একটি কেক বানিয়ে ফেলেছেন তিনি। যা কনের সাজে সজ্জিত। দুবাইয়ের এক ওয়েডিং শো-এর জন্য তাঁর এই কীর্তি।ডিজাইনার ডেবি উইংহাম জানিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত এ কেকের পুরোটাই ভোজ্য। তবে মিষ্টতা অন্য জায়গায়।

এরকম অভিনব কেক নজর কেড়েছে গোটা দুনিয়ার। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ব্যাপকভাবে ঘোরাঘুরি করছে এ ছবি। প্রথম দেখায় সকলেই ধোঁকা খাচ্ছেন। আরব দেশের এক কনে ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না কেউই। পরে বিবরণ পড়ে ধরতে পারছেন এ আসলে কনে কেক।

কেক নিয়ে রীতিমতো হইচই পড়েছে ডিজাইনারদের মধ্যে। মানুষের মডেল হিসেবে কেক তৈরি নতুন কিছু নয়। তবে আকারে-বহরে এ কেক সত্যিই আলাদা। আর আছে সূক্ষ্ম কাজ। যে দক্ষতায় কনে কেকের পোশাকের ডিজাইন করেছেন উইংহাম, তা তারিফ কুড়োচ্ছে বহু ডিজাইনারেরও। গহনা হিসেবে ব্যবহার করা হয়েছে মুক্তো ও ছোট ছোট মূল্যবান পাথর। ঠিক যেমনটা আসল কনের ক্ষেত্রে হয়। উইংহাম বলছেন শুধু কেকের এই অংশগুলিই খাওয়া যাবে না। বাকিটা ভোজ্য।

তবে কনে কেকের পাশে দাঁড়িয়ে ছবি তোলাই আনন্দের। আর সে ছবিতেই আপাতত ছেয়েছে নেটদুনিয়া। কেইবা এমন সুন্দর কেকের বুকে ছুরি চালাতে চায়!

সূত্র : নিউজ ২৪