খােলা বাজার২৪। বুধবার, ১৪ মার্চ, ২০১৮ : দুবাইয়ে যাওয়ার জন্য যাবতীয় সহায়তা, নিরাপদ বাসস্থান এ সবই পেয়েছিল ভারতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। তাও আবার পাকিস্তানে। গা ঢাকা দিয়ে থাকতে তাকে সাহায্য করেছিল পাক সেনা, কোস্ট গার্ড। কোনও সংবাদপত্রের প্রতিবেদন নয়, এসব তথ্য প্রকাশ্যে এনেছে দাউদের অন্যতম ঘনিষ্ঠ ফারুখ তাকলা।
ভারতীয় গোয়েন্দা আধিকারিকদের জেরায় এসব তথ্যই তুলে ধরেছে সে।
দিল্লি বিমানবন্দর থেকে গত সপ্তাহে গ্রেফতার হওয়া ফারুখ জেরায় জানিয়েছে পাকিস্তান সরকারের সম্পূর্ণ সহযোগিতা না থাকলে কোনওভাবেই দাউদ সেদেশে আত্মগোপন করতে পারত না। শুধু তাই নয়, তার নিরাপত্তার ব্যবস্থাও করেছিল পাকিস্তান সেনা।
জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ফারুখ তাকলা স্বীকার করেছে করাচি বিলাসবহুল এলাকা ক্লিফটনে নিজস্ব বাংলো ছিল দাউদের। ছিল নিরাপত্তা রক্ষী। মুম্বই সন্ত্রাসের পরেই তাকে গোপন ঘাঁটিতে সরিয়ে দেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের ওপর আন্তর্জাতিক মহল থেকে চাপ আসার পরেই এই সিদ্ধান্ত নেয় তারা। বিশেষত এই চাপ তৈরি করেছিল ভারত। সূত্র: কলকাতা ২৪