খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ : ১১ মাসে ইরান ১১ বিলিয়ন ডলার পেট্রোকেমিক্যাল পণ্য রফতানি করেছে। পরিমাণের দিক থেকে তা হচ্ছে ২০.২০৭ মিলিয়ন টন। বার্তা সংস্থা ইরনা এ তথ্য দিয়েছে। একই সময় ইরান ৪৯.০৫ মিলিয়ন টর পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করে। এসব পণ্যের ২০.৮৮৬ মিলিয়ন টন উৎপাদন হয় আসালোয়ে ও মাহশার পেট্রোকেমিক্যাল জোনে, বাকি ১০.২০৭ টন উৎপাদিত হয় ইরানের বিভিন্ন স্থানে ২১টি পেট্রোকেমিক্যাল ইউনিটে। গত ফার্সি বছরে ইরানে ৫১ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন হয়েছিল। তেহরান টাইমস