Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ঃসোমবার, ১৪মে, ২০১৮ঃ সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে। এখন থেকে এই মন্ত্রণালয়ের নাম হবে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’ 
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সঙ্গতি রেখে নামের এই পরিবর্তন আনা হয়েছে। 
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি বড় ইস্যু। তাই মন্ত্রণালয়ের নামের সঙ্গে একে নির্দিষ্ট করে রাখা হয়েছে।’ 
মন্ত্রিসভা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সিঙ্গেল পয়েন্ট মোরিং স্থাপনের লক্ষ্যে কক্সবাজার জেলার মহেশখালীর রিজার্ভ বন এলাকার কিছু গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি প্রদানের প্রস্তাবও অনুমোদন করে।
শফিউল আলম বলেন, ১৯১ দশমিক ২৫ একর ভূমিতে একটি গাছ কাটার বদলে ৫টি চারা লাগানো এবং ওইসব গাছ ১০ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের শর্তে এই অনুমোদন দেয়া হয়েছে। 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সেখানকার সামাজিক বনায়নের ২.৩০ একর ভূমির ১,৫৪৬টি গাছ কাটারও অনুমোদন দিয়েছে।