Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪ঃ শনিবার  ১৯মে, ২০১৮ঃ  আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগ এবং বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যগুলোর রপ্তানি বাজার খুঁজতে কয়েকটি দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই।
আজ এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স (আফ্রিকা)-এর এক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। 
উগান্ডা ও ইথিওপিয়াসহ ঐ এলাকার দেশগুলোতে কৃষিজমি লিজ নিয়ে চাষাবাদের আগ্রহ দেখিয়েছে এফবিসিসিআই নেতৃবৃন্দ। এয়াড়াও দেশগুলোতে তৈরি পোশাক, ওষুধ সামগ্রী, পাট ও পাটজাত দ্রব্য, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী এবং সিরামিক পণ্য রপ্তানির বাজার খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ি নেতৃবৃন্দ। 
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব আবুল হোসেন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। উল্লেখ্য যে আবুল হোসেন বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণে কাজ করছেন। 
কমিটির সাবেক ডাইরেক্টর ইনচার্জ আমিন হেলালি এবং বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যবৃন্দও আলোচনায় অংশ নেন।