Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলা বাজার২৪। শনিবার, ০২জুন ২০১৮ :(পিরোজপুর প্রতিনিধি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম,ডি, বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।  

আজ সকাল ১১ টার দিকে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম,ডি, বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্ব মিছিলটি বের হয় টাউন ক্লাবের সামনে থেকে। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিন কর  টাউন ক্লাবের দিকে অগ্রসর হলে পুলিশ  মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয়। মিছিলে উপস্থিত ছিল ছাত্রদল নেতা সরদার রাহাত নূর পরাগ, মাসুদ গাজী, লিমন হাওলাদার, আলাউদ্দিন, শুভ, রানা, সাব্বির, বায়জিদ,আমিনুল, সিয়াম প্রমুখ।

পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম,ডি, বদিউজ্জামান শেখ রুবেল দাবি করে বলেন  মিছিল থেকে ৩ জন কলেজ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।

বদিউজ্জামান শেখ রুবেল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বিচারের নামে প্রহসন করা হচ্ছে। খালেদা জিয়াকে জেলে বন্ধী করে গনতন্ত্রকে বন্দী করে রাখা হচ্ছে।  সরকার যদি গনতন্ত্রে বিশ্বাসী হয় তবে অচিরেই তাকে মুক্তি দিতে হবে।

আটকের বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, আটকের খবর শুনেছি। তবে আটকৃতরা ছাত্রদলের কর্মী কি না  তা এখন জানা যায়নি।