খোলাবাজার২৪.সোমবার ,০৯ জুলাই, ২০১৮ঃ মেহেদী হাসান(জবি প্রতিনিধি)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাম ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে সারদেশে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি ও সাংবাদিকসহ আহত হয়েছে ১০ জন। রোববার বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, ছাত্রফ্রন্ট সভাপতি কিশোর কুমার, সাধারণ সম্পাদক রাব্বী ও কর্মী অনিমেষ রায় সহ অন্তত ৫ জন।
এর মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাংবাদিকদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সমকাল পত্রিকার লতিফুল ইসলাম ও আমার সংবাদ পত্রিকার আসলাম অর্ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এছাড়াও জবি সাংবাদিক সমিতির সহসভাপতি সামি সরকার, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেন । ছাত্রলীগের হামলার ঘটনায় জবি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রজোটভুক্ত সংগঠনগুলো। এ নিয়ে উপাচার্যকে স্বারকলিপিও দেয় তারা।