খোলাবাজার২৪.মঙ্গলবার ,১০ জুলাই, ২০১৮ঃ (মোরাসেল মিয়া) ঃ শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলায় গতকাল ৯ জুলাই বিকেল ৫টায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর থেকে মনোনয়ন প্রত্যাশী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি মো: হারুনুর রশীদ খান বলেন শিবপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবপুর আসন থেকে যাকে মনোনয়ন দিবেন তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে আ’লীগের প্রার্থীকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিব ইনশাল্লাহ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. খোরশেদ আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন কামাল, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক মো: ফারুক খান। পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ, আয়ূবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনী স্বপনসহ উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন।