Thu. Oct 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার,১০ নভেম্বর ২০১৮ঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্বাচন কমিশনের তড়িগড়ি তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি।

শনিবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রুপসী বাংলা হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ছাত্রদলের সহ-সম্পাদক সঞ্জয় কুমার ও সহ-সংগঠটির শতাধিক নেতাকর্মী। 

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।