Tue. Oct 21st, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮ঃ ভোট কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে হোটেল রেডিসনে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। 

ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় ‘অ্যাগ্রেসিভ’ (আক্রমণাত্নক) মুডে কথা-বার্তা বলছেন। তারা আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।

কাদের বলেন, ‘তারা (বিএনপি) বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতাকর্মী অবস্থান করবে। কেন্দ্র কেন্দ্রে তিনশ-চারশ লোক থাকার অর্থ কি? আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে ভোটগ্রহণ হবে নাকি গৃহযুদ্ধ হবে?’

তারেক রহমানের ভিডিও কনফারেন্সের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানা-করিও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।