খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৩ ডিসেম্বর ২০১৮ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম আজ বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথির হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এই জনপদকে একটি আধুনিক ও শান্তির জনপদে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কোন ঘুষ, দুর্নীতি ও অনিয়ম আমাকে স্পর্শ করতে পারবেনা। টি আর, কাবিখা থেকে শুরু যে সকল উন্নয়ন কর্মকান্ড হয় ওই সকল প্রকল্প থেকে অনৈতিক আয়ের দিকে আমি যেন ধাবিত না হই সেজন্য আমাকে দোয়া করবেন।
তিনি আরো বলেন, আমি শেখ হাসিনাকে কাছ থেকে চিনি। তিনি অনুগ্রহ করে তার হৃদয়ের বিশালতা দিয়ে আমাকে আওয়ামী লীগের আইন সম্পাদক করেছেন। আমি তার পরীক্ষায় উত্তীর্ন হয়েছি। আমরা কেউ নেতা নই। আমরা সবাই নৌকার কর্মী, নৌকার মাঝি শেখ হাসিনা আর আমাদের আদর্শ বঙ্গবন্ধু।
তিনি আরো বলেন, এ আসন থেকে আমিসহ অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে আমি মনোনয়ন পেয়েছি। আমি বিশ্বাস করি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা কেউ অযোগ্য নয় । মনোনয়ন পাবার পর আমি সকলের কাছে গিয়েছি। আমি মনে করেছি সকলকে নিয়ে আমাকে চলতে হবে। তাই সকল আন্দোলন, সংগ্রাম, আমাদের এগিয়ে যাওয়া, সবকিছুই আমরা একসাথে করবো। আমি সকলকে সাথে নিয়ে সামনে আগাতে চাই। কখনো আমি একা চলবোনা এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন। আমি আপনাদের সুখে দুখে আপনজন হিসেবে থাকতে চাই।
তিনি বলেন, পিরোজপুরে অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু তা কাঙ্খিত জায়গায় পৌছানো হয়নি। আমরা সবাই মিলে এই জনপদকে আধুনিক ও উন্নত একটি শান্তির জনপদে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে পিরোজপুরে রেল লাইন আসবে। পদ্মাসেতু, বেকুটিয়া সেতুসহ দক্ষিণাঞ্চলে ছয় লেনের রাস্তা হবে। উন্নয়নের এ চলমান ধারা অব্যাহত রাখতে আমাদের সকল ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ থেমে যাবে। দক্ষিনাঞ্চলের উন্নয়ন থেমে যাবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জামাত বিএনপি ক্ষমতায় আসলে দেশে নৈরাজ্য জনক পরিস্থিতির সৃষ্টি হবে। তারা ৫ জানুয়ারীর নির্বাচনকে ঘিরে নাশকতা চালিয়ে সারাদেশকে একটা বার্ন ইউনিটে পরিনত করেছিল।
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তারভীর হাসান ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক একেএম আজিম, পিরোজপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলী, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত শিকদার, সাংগঠনিক সম্পাদক রুবেল ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ প্রমূখ।
কর্মীসভায় উপজেলা ছাত্রলীগসহ উপজেলার ৯টি ইউনিয়ন এবং ৫টি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।