Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৭ ডিসেম্বর) ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানান, সোমবার বেলা ১১টায় হোটেল পূর্বানীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।

ঐক্যফ্রন্টের ইশতেহারে বর্তমান সরকারের আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেওয়া হবে। ইশতেহারে সাংবাদিকদের জন্য অবাধ স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমনীতি নিশ্চিত করতে এই আইন বাতিল করার কথা থাকছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে সংবাদ পরিবেশনে কোনো হস্তক্ষেপ করা হবে না- এমন প্রতিশ্রুতিও থাকছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। সেইসঙ্গে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও জানা গেছে।

জানা গেছে, ঐক্যফ্রন্টের এই ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ও পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিষয়টিও আসতে পারে বলে জানা যায়।

অপরদিকে, আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’- মূল স্লোগান সামনে রেখে ক্ষমতাসীন দলের ইশতেহারে উন্নয়ন-সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় থাকছে।

অন্যদিকে আগামী মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে লেক শোরে হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত রূপকল্প-২০৩০ অনুসরণ করে বিএনপি তাদের ইশতেহার তৈরি করেছে। ইশতেহারে তরুণপ্রজন্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির ইশতেহার ঘোষণা করবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।