খােলাবাজার২৪,শুক্রবার, ২১ডিসেম্বর ২০১৮ঃ লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছাড়া টি-টোয়েন্টিতে ফিফটি করেন না! ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে তার দুটি ফিফটিই যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে।
যার সর্বশেষটা এসেছে বৃহস্পতিবার মিরপুরে। প্রথমটাও বেশিদিন আগের নয়। বাংলাদেশের আগের সিরিজেই, গত আগস্টে ফ্লোরিডার লডারহিলে। দুই ইনিংসে রানের ব্যবধান মাত্র ১। ফ্লোরিডায় ৩২ বলে করেছিলেন ৬১, মিরপুরে ৩৪ বলে ৬০। প্রথমটায় ফিফটি করেছিলেন ২৪ বলে, পরেরবার ২৬ বলে।
ফ্লোরিডার ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম ম্যাচে হারের পর ফ্লোরিডায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। একই মাঠে শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ সিরিজও নিজেদের করে নেয়।
এবারের সিরিজেও প্রথম দুই ম্যাচের চিত্রনাট্য একই। সিলেটে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে এনেছে সমতা। তবে কি ফ্লোরিডার পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও সিরিজ জিতবে বাংলাদেশ?
দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসান অবশ্য ভালো সম্ভাবনাই দেখছেন, ‘সম্ভাবনা তো আছে। আর আমি আজ (গতকাল) ম্যাচ শুরুর আগে বলেছি এই কন্ডিশনটা ওদের থেকে আমাদের বেশি ফেভারেবল হওয়া উচিত। আমরা এখানে সব সময় ম্যাচ খেলি, আমাদের প্রতিটা খেলোয়াড় অসংখ্য ম্যাচ খেলেছে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে, আমাদের জন্য এই মাঠ অনেক পরিচিত।’
সিলেটে প্রথম ম্যাচে অবশ্য বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। মিরপুরে দর্শকদের ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব, ‘সিলেট অত পরিচিত না, আমরা খুব কম ম্যাচ খেলেছি, হয়তো যারা ওই রকম বেশি ঘরোয়া ক্রিকেট খেলে না তাদের জন্য নতুন কন্ডিশন বলব সিলেটকে। সেই দিক থেকে মিরপুর আমাদের জন্য অনেক পরিচিত। সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ থাকে মিরপুরে। ক্রাউডের ভাইভটা অন্যরকম ফিল ক্রিয়েট করে। আমার কাছে মনে হয় এটাও অনেক পজেটিভ একটা দিক, পরের ম্যাচের আগে।’
দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের জয়ে প্রথমে ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। পরে শিশির ভেজা উইকেটেও হাত ঘুরিয়ে ২০ রানে নেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে তার প্রথমবার ৫ উইকেট কীর্তি এটি। এই মাঠে আরো অনেক অর্জনই আছে সাকিবের। মিরপুরের উইকেটকে অনেকেই ‘আনপ্রেডিক্টেবল’ বলে রায় দিয়ে থাকেন। সাকিব অবশ্য তাদের সঙ্গে গলা মেলাতে চাইলেন না।
‘মিরপুরের উইকেট আমি মনে করি সময় পেলে বেশ ভালোই প্রস্তুত করার সুযোগ আসে। আমি মিরপুরের উইকেট খারাপ বলতে পারব না। কারণ আমার ক্যারিয়ারের অর্ধেকই এখানে। বোলিং-ব্যাটিং সবই এখানে। আমার কাছে মিরপুরের উইকেটই ভালো’- বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
১-১ সমতা নিয়ে মিরপুর শের-ই-বাংলায় শনিবার বিকেল পাঁচটায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডার পুনরাবৃত্তি মিরপুরে ঘটে কি না, সেটিই এখন দেখার।