Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১১মার্চ ২০১৯ঃ ডাকসু নির্বাচন বর্জন করে ঢাকা বিশ্বদ্যিালয়ের ভিসি’র কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোটসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

নানা অনিয়মের অভিযোগ ও চিত্র ‍তুলে ধরে সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে ছাত্রজোট-কোটার প্রার্থীরা। এরপরে ছাত্রদলও সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে। আর অন্যান্য প্যানেলের প্রার্থীরা প্রথমে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে তারাও বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি’রা কার্যালয় ঘেরাও করে।

তারা ভিসির প্রদত্যাগ, নির্বাচন বাতিল ও পুন:তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।