Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ভোটকেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ জেলার চন্দনাইশে একটি ভোটকেন্দ্রের দখল নিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফরহাদ হোসেন (৩০) নামের ওই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম ভূইয়া জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, ভোটকেন্দ্র দখলে নিতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।