Sat. Oct 25th, 2025
Advertisements

কিছু কান্না জমা রাখুন, নির্যাতিত হয়ে আরো নুসরাত পুড়বে-মরবে: আসিফ নজরুল

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ঃঅগ্নিদগ্ধ হয়ে নিহত ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের ঘটনায় সব কান্না শেষ না করে কিছু কান্না জমা রাখার জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে নিজের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি এ পরামর্শ দিয়েছেন।

আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সব কান্না এখনি কেঁদে ফেলেন না। কিছু কান্না জমা রাখুন। কারণ আরো নুসরাত নির্যাতিত হবে, পুড়বে, মরবে। এমন রাষ্ট্রই তৈরী করেছি আমি, আপনি, আমরা সবাই মিলে। অপরাধীদের সাথে থেকে বা পক্ষ নিয়ে বা মেনে নিয়ে বা নিরব থেকে।