Mon. Oct 20th, 2025
Advertisements
বিশ্বকাপের আগে হঠাৎ বিরতির ইঙ্গিত হেলসের, বিপাকে ইংল্যান্ড

 খােলাবাজার ২৪,শনিবার, ২০ এপ্রিল ২০১৯ঃ বিশ্বকাপে খেলার স্বপ্ন কোন খেলোয়াড়ের না থাকে। আর সেই বিশ্বকাপটা যদি হয় ঘরের মাটিতে, নিজ দেশের দর্শকদের সামনে তবে কেইবা সেই সুযোগ হাতছাড়া করতে চায়। কিন্তু দলে ডাক পেয়েও বিশ্বকাপের আগে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন ইংলিশ অপেনার অ্যালেক্স হেলস।

গেল ১৭ এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন হেলসও। দলে বড় কোনও চমক দেখা যায়নি। গত ৪ বছর যারা পারফর্ম কলে দলকে অন্য উচ্চতায় তুলেছেন তাদেরকে নিয়েই দল গঠন করা হয়েছে। অধিনায়কত্বে আছেন যথারীতি ইয়ুন মরগান।

বিশ্বকাপের মতো বিশাল টুর্নামেন্টে জ্যাসন রয় আর জনি বেয়ারস্টোর সঙ্গে ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন হেলস। কিন্তু তার হঠাৎ বিরতির কারণাটা নাকি ‘ব্যক্তিগত’।

তবে বিশ্বকাপের যখন দল ঘোষণা হয়ে গেছে ঠিক এমন সময়ে হেলসের মতো একজন খেলোয়াড়ের সাময়িক বিরতির ঘোষণা ইংল্যান্ডকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে।

আর বিরতি কাটিয়ে হেলস কবে মাঠে ফিরবেন সেটিও নিশ্চিত নয় বলে তার ক্লাব নটিংহামশায়ারের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এদিকে ঘরের মাটিতে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংলিশরা। তবে এখনও আশা ছাড়েনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এখনও তারা মনে করছে, ব্যক্তিগত সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরবেন হেলস।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিকরা।