Mon. Oct 20th, 2025
Advertisements
 

খােলাবাজার ২৪,শনিবার, ২০ এপ্রিল ২০১৯ঃ আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  মানি লন্ডারিং আইনে কোনো অপরাধ হয়েছে কি না, তাই দেখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে সিআইডির সিনিয়র সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান রাইজিংবিডিকে বলেন, ‘হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।  সিআইডি এ অর্থের উৎস, অর্থের যোগানদাতা কে, তা খুঁজে দেখবে। যারা জড়িত তাদের আর্থিক উৎসও খতিয়ে দেখা হবে।  শনিবার সকালে এ বিষয়ে মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, গত ৬ এপ্রিল হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।