Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,৩০ মে ২০১৯ঃ অদ্ভুতভাবেই পেস আক্রমণের স্বর্গরাজ্যে স্পিন দিয়ে বোলিং ওপেন করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বর্ষীয়ান লেগ স্পিনার ইমরান তাহির এবং তরুণ পেসার লুঙ্গি এনগিডিকে দিয়ে শুরু করেন বোলিং। এতে শুরুতেই আসে সাফল্য। ইনিংসের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে ফেরত পাঠান আগাম অবসরের ঘোষণা দিয়ে রাখা ইমরান তাহির।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ‘গোল্ডেন ডাক’ এর ঘটনা দেখা গেল। আর এই বিব্রতকর রেকর্ডের মালিক হয়ে গেলেন জনি বেয়ারস্টো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেটে ১৬ রান তুলেছে ইংল্যান্ড। অপর ওপেনার জেসন রয়ের সঙ্গে যোগ দিয়েছেন জো রুট।

লন্ডনের দ্য ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা।