Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৩জুলাই,২০১৯ঃ ইংল্যান্ডে আয়োজিত আন্ত:সংসদীয় ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফাইনালে পাকিস্তান সংসদীয় দলের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ সংসদীয় দল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ১১ ওভার ৪ বলে জয় তুলে নেয় পাকিস্তান।

গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েই দুরন্ত সূচনা করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপের বাকি দুই দলকে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ সংসদীয় দল। সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৮ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

ক্রিকেট খেলুড়ে ৮ দেশের সাংসদদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে অংশ নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।