Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ নরসিংদী সদর উপজেলার পাচঁদোনা ইউনিয়নের বাটপাড়াতে সন্ত্রাসী হামলায় যুবলীগের সাধারন সম্পাধক ইয়াছিন মোল্লা,যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলী হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাউম হোসেন, শ্রমিক নেতা ওবায়দুলাসহ আহত ৪। আহত সকলে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি আছে। আলী হোসেন পিতা হিরন মোল্লা জানান,গত ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ বাটপাড়া বাজারে আজিজের চায়ের দোকানে বন্ধুদের নিয়ে চা খাইতেছিল এসময় পুর্ব শত্রুতার জেরধরে ববুল(৩২)ও পাচঁদোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সফিকুলের(৩০) নেতৃত্ব ১২ /১৪ জন সন্ত্রাসী এসে প্রথমে ফাকাগুলি করে পরে রাম দা দিয়ে এলো পাতারি কোপাতে থাকে। সন্ত্রাসীরা আমারছেলের পিঠে কোপ দিলে আমার ছেলে মাটিতে পরেযায় পরে তার পায়ে ও আরেকটি কোপদেয় এতে আলী হোসেনের পিঠে ২৮টি পায়ে ৫টি সেলাই লাগে।বাটপাড়া গ্রামের আঃ হালিমের ছেলে কাউমের হাতে ১২ সেলাই লাগে,নলুয়া গ্রামের মৃত আঃজলিরে ছেলে ওবায়দুল্লার মাথাতে ৮টি সেলাই লাগে, সিরাজুল ইসলামেরপুত্র ইয়াছিন মোল্লার নিল ফুলা যখম করে।এব্যপারে মাধবদী থানা একটি অভিযোগ দিয়েছি।