Sat. Oct 25th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,১৬অক্টোবর,২০১৯ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৮ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

বিশেষ কৌশলে ইয়াবা নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় বুধবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়। এসবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাহাঙ্গীর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। ওই যাত্রীর কাছে ইয়াবা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোর্ডিং কাউন্টারের সামনে থেকে সিটিএসবি বিমানবন্দর জোন তাকে আটক করে।

এ সময় তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের মধ্যে জুতার ভেতর (গোড়ালির অংশে) বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্যাকেটে থাকা মোট ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।