Sun. Jul 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,২৮অক্টোবর,২০১৯ঃ কিছু দেশের নারীরা হয় বেশ ঝগড়াটে। আবার কিছু দেশের নারীরা শুধু ঝগড়াটেই নয় বরং হয় বেশ রাগী। রাগের বশে স্বামীর গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না তারা।

ইউএন-র এক সমীক্ষায় দেখা গেছে, বর পেটানোয় তিন নম্বরে ভারতীয় নারীরা। আরও অবাক হবেন, একই সমীক্ষায় দেখা গেছে, স্বামী পেটানোয় বিশ্বসেরা মিশরীয় নারীরা। দ্বিতীয়তে যুক্তরাজ্যের অবস্থান।

এদিকে সম্প্রতি মিশরীয় পারিবারিক আদালতের তথ্য থেকে জানা গেছে, ওই দেশে নাকি স্বামীকে নির্যাতন ও মারধর করেন এমন স্ত্রীদের ৬৬ ভাগই পারিবারিক আদালতের মাধ্যমে আবার বিচ্ছেদেরও আবেদন করেন।

এক্ষেত্রে স্ত্রীকে বিচারের মুখোমুখি করা ছাড়া কিছুই করার থাকে না নির্যাতনের শিকার স্বামীদের।

এদিকে এই সমীক্ষাটি প্রকাশিত হওয়ার পর কোনো কোনো দেশের সংবাদমাধ্যম এটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। তাদের ব্যাখ্যা জাতিসংঘ এমন কোনো সমীক্ষা করে না। ফলে এই তথ্যের কোনো ভিত্তি নেই।

অন্যরকম