Mon. Oct 20th, 2025
Advertisements
 
খােলাবাজার ২৪,সোমবার,০৪নভেম্বর,২০১৯ঃ বিশ্বের দীর্ঘতম মোটরহোমের জন্য এবার গিনেস বুকে নাম লেখালো অস্ট্রেলিয়া। ৮৬৮ টি মোটরহোম একসাথে জোড়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ হয়েছে বলে তা বিশ্ব রেকর্ডের যোগ্যতা অর্জন করে।

রেকর্ড সংরক্ষণকারী সংস্থা জানায়, বারক্যালডাইন এবং কুইন্সল্যান্ড এর ৬ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ মোটর হোমের সারি চলতি বছরের মে মাস থেকে স্থাপন করা শুরু হয়। সম্প্রতি তা গিনেস বুক পর্যবেক্ষণ করে বিশ্বরেকর্ডর তালিকাভুক্তির ঘোষণা দিয়েছে।

ইতোপূর্বে দীর্ঘ মোটরহোম হিসেবে ২০০৩ ইটালিতে স্থাপিত মোটরহোম বিশ্ব রেকর্ড করেছিল যাতে ৬৭২ টি মোটরহোম অংশগ্রহণ করেছিল।

অস্ট্রেলিয়ায় পৃথিবীর দীর্ঘতম মোটরহোম স্থাপনে সবচেয়ে বেশি সহায়তা করেছে অস্ট্রেলিয়ান মোটরহোমিং লায়ন্স ক্লাব। সংস্থাটির সভাপতি লেন ওয়াডিংটন বলেন, নতুন এই বিশ্বরেকর্ড অংশগ্রহণকারী সকলের জন্যই মূল্যবান স্মৃতি।

তিনি জানান, অংশগ্রহণকারী সকলকেই সনদ প্রদান করা হবে।