Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪নভেম্বর,২০১৯ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সড়কে নিরাপত্তা আনতে ১১১ সুপারিশ বাস্তবায়নে উপকমিটি করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন চারজন সচিব।

তিনি বলেন, এই কমিটি আগামী দুই মাসের মধ্যে সুপারিশ ও অ্যাকশন প্লানসহ প্রতিবেদন জমা দেবে। পরে টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) দুর্বলতার কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে তিনি বলেন, বিআরটিএ-কে অগ্রাধিকার দিয়ে আরো শক্তিশালী করতে হবে। এ খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।