Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৫নভেম্বর,২০১৯ঃ রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নবম তলায় একটি নকল ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

গোপন সূত্রে কারখানার সন্ধান পেয়ে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলে, গুলিস্তানের হল মার্কেটের নবম তলায় একটি নকল ব্যাটারি তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চলছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবে পুলিশ।