ওই এয়ারক্রাফটের নাম দেয়া হয়েছে এস-এ ওয়ান। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি লঞ্চের কথা বলছে উবার। এবার সেই পথে সামিল হলো হুন্দাই।
এই ট্যাক্সি তৈরি হলে বিভিন্ন শহরে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। নতুন এয়ার ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার ও হুন্দাই।
মাটি থেকে ১ থেকে ২ হাজার ফুট উড়তে সক্ষম হবে এই ট্যাক্সি যা ছুটতে পারবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে কোম্পানি।