Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি,২০২০ঃ দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্দাইয়ের সঙ্গে মিলে উড়ন্ত ট্যাক্সি আনছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ই্যলেক্ট্রনিক্স শো’তে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওই এয়ারক্রাফটের নাম দেয়া হয়েছে এস-এ ওয়ান। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি লঞ্চের কথা বলছে উবার। এবার সেই পথে সামিল হলো হুন্দাই।

এই ট্যাক্সি তৈরি হলে বিভিন্ন শহরে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। নতুন এয়ার ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার ও হুন্দাই।

মাটি থেকে ১ থেকে ২ হাজার ফুট উড়তে সক্ষম হবে এই ট্যাক্সি যা ছুটতে পারবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে কোম্পানি।