Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৮জানুয়ারি,২০২০ঃ আবারও ঢাকায় আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত। মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগদিতেই তার এ সফর। সেখানে গাইবেন তিনি।

দীর্ঘদিনের ক্যারিয়ারে অঞ্জন দত্ত- বেলা বোস, শুনতে কি পাও, মালা, কাঞ্চনজংঘা সহ অসংখ্য গানের স্রষ্টা। তিনি নিজেই গান লেখেন, নিজেই সুর করেন। তার গানের অন্যতম শক্তি হচ্ছে কথা। নান্দনিক কাব্যে তিনি গানে গানে তুলে আনেন প্রেম-বিরহ, জীবনবোধ, বন্ধুত্ব।

গানের বাইরে ১৯৯৮ সালে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। সিনেমায় অনবদ্য পরিচালনায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

এ ছাড়া অভিনয় করছেন সিনেমায়। সুঅভিনয়ে দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন অঞ্জন দত্ত।

এর আগে গত বছরের জুলাই মাসে নিজের প্রোডাকশন হাউসের ‘সেলসম্যানের সংসার’র প্রদর্শনীতে বাংলাদেশে হাজির হয়েছিলেন অঞ্জন দত্ত। এ ছাড়াও বহুবার তিনি বাংলাদেশে পারফর্ম করেছেন। মূলত গান দিয়েই বাংলাদেশে নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন তিনি।