Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০১ফেব্রুয়ারি,২০২০ঃ ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফখরুল এসব অভিযোগ তুলে ধরেন।

ফখরুল বলেন, ইভিএমে ভোট দেয়া নিয়ে যেরকম অনিয়মের আশঙ্কা করেছিলাম, তাই প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে হওয়া অনিয়ম নিয়ে বিএনপি প্রার্থীদের অভিযোগ আমলে নেয়নি কমিশন।

ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় কেন্দ্রে যাননি বলে অভিযোগ করেন ফখরুল।