Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০১ফেব্রুয়ারি,২০২০ঃ চাঁদে প্রথম পর্যটন প্রকল্প স্পেসএক্সের সাথে চাঁদে যাচ্ছেন জাপানি ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া। চাঁদ ভ্রমণের জন্য একজন নারী সঙ্গী খুঁজছেন বলে সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছিলেন জাপানের ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া। তবে এবার সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি টুইট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন সঙ্গী ছাড়াই চাঁদে যাবেন তিনি।

বান্ধবী নিয়ে চাঁদে যাওয়ার বিষয়ে জাপানের ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া জানায়, চাঁদে যাওয়ার জন্য প্রায় ২৮ হাজার আবেদন তিনি পেয়েছেন। তবে এই নিয়ে তার মিশ্র অভিজ্ঞতা হয়েছে। এজন্যই তিনি সঙ্গী ছাড়া চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে জানুয়ারির শুরুর দিকে অনলাইনে চাঁদে যাওয়ার জন্য নারী সঙ্গী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন ৪৪ বছর বয়সী ইয়োসাকু মাইজাওয়া।

জাপানী হার্ডকোর পাংকরক ব্যান্ডের ড্রামার থেকে ধনকুবের বনে যাওয়া ইয়োসাকু মাইজাওয়া বিভিন্ন সময় চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন ।

এর আগেও জাপানি ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া তার টুইট শেয়ারকারী শীর্ষ ১০০ জনের মধ্যে ৯ লাখ ২৫ হাজার ডলার ভাগ করে দেয়ার কথা জানিয়েছিলেন।

জাপানি টেলিভিশন অ্যাবেমা টিভির জন্য ‘ফুল মুন লাভারস’ নামে নতুন একটি ডকুমেন্টারি বানাতে প্রথম পর্যটন প্রকল্প স্পেসএক্সের আওতায় ২০২৩ সালে চাঁদের উদ্দেশ্যেপাড়ি দেবেন মাইজাওয়ার।