Tue. Oct 21st, 2025
Advertisements

৩৭ বছর বয়সী সেই ভারতীয়র নাম বুশা কৃষ্ণা। তার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানাতে। তিনি বলেন, অন্য দেবতার পূজা না দিয়ে আমি তার পূজা শুরু করেছি। ডোনাল্ড ট্রাম্প আমার দেবতা।

বাগানে নির্মিত ট্রাম্পের ৬ ফুট মূর্তির সামনে গিয়ে প্রতিদিনই পূজা দেন বুশা কৃষ্ণা। ট্রাম্পের ভারত সফর ঘিরে নয়, গত ৪ বছর ধরে বুশা কৃষ্ণা এ পূজা করছেন।