Tue. Oct 21st, 2025
Advertisements
????????????????????????????????????

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২০ফেব্রুয়ারি,২০২০ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ১৮ ফেব্র“য়ারি ২০২০, মঙ্গলবার জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সালেহ ইকবাল। বগুড়া জোনপ্রধান মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম।
মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: রেজাউল করিম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ। বগুড়া জোনের ১৯ টি শাখার ব্যবস্থাপক ও ৫৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্টগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।