Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ফেব্রুয়ারি,২০২০ঃআলাউদ্দিন সবুজ.ফেনীঃ অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিল এক যুবক। তাকে আটকের তিন ঘন্টা পর্যন্ত তল্লাশীর পর হাঁটুর পেছনের অংশে সুকৌশলে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। মো: আলম নামের ওই যুবককে মঙ্গলবার বিকালে শহরের মহিপাল থেকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, সীতাকুন্ড থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এক যুবক ইয়াবা নিয়ে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম মহিপালে অবস্থান নেন। বিকালে সাড়ে ৩ টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে নেমে এদিক-ওদিক ঘুরতে থাকে। তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ে নেয়া হলে অসংলগ্ন আচরণ করে। পেটে ইয়াবা আছে কিনা পরীক্ষা করতে একটি ক্লিনিকে বেশ কয়েকটি ডিজিটাল এক্স-রে করা হয়। এতেও ইয়াবা না পেয়ে পুনরায় তল্লাশী করা হলে হাঁটুর পেছনের অংশে টেপে মোড়ানো ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলম কুমিল্লা জেলার হোমনা থানার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।