Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,১৬মার্চ,২০২০ঃনরসিংদী প্রতিনিধিঃ সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি হতে খালের ঘাট হয়ে নতুন বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা জরুরী ভিত্তিতে প্রসস্তকরন প্রয়োজন। জানা গেছে রাস্তাটির বা দিকে ব্রহ্মপুত্রনদের খাস জমি দখল করে বেশ কয়েকটি মিল কারখানা,চায়ের দোকান,টিনসেডের বসতঘর,ফার্মেসী,পাকা বাউন্ডারী ও টিনের বেড়া দিয়ে অবৈধভাবে রাস্তা দখল করে রেখেছে। দখলদারদের মধ্যে মনির ষ্টোর, আয়েশা টেলিকম, মা বাবার দোয়া হোটেল ও রেষ্টুরেন্ট,সিহাব মেডিকেল হল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়া মধ্য শিলমান্দী ছোট ব্রীজ সংলগ্ন জায়গায় অবৈধভাবে বাউন্ডারী করে বসত ঘর করে রাস্তাটিকে সংকোচিত করা হয়েছে। ফলে রাস্তাটি অপ্রসস্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচলে মারাত্বক বিঘ্ন ঘটছে। এলজিইডি কতৃর্ক নির্মাণ করা রাস্তাটি ১৬ ফুট হলেও দখলের কবলে পড়ে এখন রাস্তাটি ৮ ফুট ও অবশিষ্ট নেই। সরকারী খাস জমি এভাবে দখল করায় রাস্তাটির এই করুন অবস্থা হয়েছে। দখলদারদের নিকট থেকে জায়গা উদ্ধার করে রাস্তাটি প্রসস্ত করা একান্ত প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করে।