Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ০৯ মে, ২০২০:করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পুরো সময়টা আপনি বাসাতেই থাকলেন, এক মুহূর্তের জন্যও বাইরে যাননি। কিন্তু তারপরও আপনার কোভিড-১৯ পজিটিভ আসতে পারে, এখন আর এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমাদের দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। আগেই বলা হয়েছিল, এমনটা হয়ে গেলে প্রায় ৩০ শতাংশ করোনাক্রান্ত মানুষ পাওয়া যাবে যাদের কোনো উপসর্গ থাকবে না।

no sypmptom

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে রাজধানীর খিলাগাঁও এলাকায় বসবাস করা ৬০ বছর বয়সী দিলরুবা বেগমের ক্ষেত্রে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছেলেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ইসিজি করার কিছুক্ষণ পরই তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে মারা গেছেন তিনি। তবে সেই সঙ্গে কিছুটা সন্দেহের বশেই নমুনা পরীক্ষার পরামর্শও দেন চিকিৎসকরা।

দিলরুবা বেগমের ছেলে জাকির হোসেন বলেন, আমার মায়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু আমরা তার কোনো কারণ বুঝতে পারছি না। তার কোনো উপসর্গ ছিল না। এমনকি করোনার শুরু থেকেই তিনি ঘরের বাইরে বের হননি।

corona

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেলে এমন উপসর্গহীন সংক্রমণ বাড়তে থাকে। এক্ষেত্রে ওই ব্যক্তি কীভাবে আক্রান্ত হলেন, তা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। দেশে যেহেতু করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, তাই এমন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়বে।

বিএসএমএমইউ’র অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান বলেন, কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার পর প্রায় ৩০ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটতে পারে, যাদের কোনো উপসর্গ দেখা যাবে না। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই এটা হচ্ছে। তাই যত বেশি সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা যাবে, ততই মঙ্গল।