Mon. Oct 20th, 2025
Advertisements

 

habibur rahman

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল মধ্যপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব হান্ডিয়াল নিকেরীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব রোববার রাতে কয়েকজন কর্মী নিয়ে হান্ডিয়াল বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত যুবক হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর রহমান হাবিব।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ক্রিকেট খেলা নিয়ে রোববার দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

তবে কারা এর সঙ্গে জড়িত বা কী কারণে এই হত্যাকাণ্ড এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।