Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪ বুধবার ২৬ আগস্ট, ২০২০: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে। মৃতদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন মারা যান।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ২৩ হাজার ৯১৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৪৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও নারী ১৫ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে নয় জন করে ১৮ জন, রাজশাহী বিভাগে চার জন, রংপুর বিভাগে তিন জন। বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে ছয় জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে পাঁচ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সের ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৫৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৮ হাজার ৬৮৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৮ হাজার ৩৯৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন।