Sat. Oct 25th, 2025
Advertisements

 

খােলাবাজার২৪, মঙ্গলবার ০৬ অক্টোবর,২০২০: বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রামে উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় হওয়ায় তা ভেঙে টয়লেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শহীদ মিনারটি ভাঙার পর দুই বিদ্যালয়ের মাঠে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখনো তা নির্মাণ না করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি অপসারণ করে সেখানে টয়লেট নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।  বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘টয়লেট নির্মাণের জন্য শহীদ মিনার ভাঙা হয়নি। উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় শহীদ মিনার নির্মাণ করবে এ কারণে প্রাথমিকের টয়লেট নির্মাণের আগে তা সরিয়ে ফেলেছেন কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সুবিধার্থে সরকারি অর্থায়ন ও ডিজাইন অনুযায়ী একাডেমিক ভবনের সঙ্গে ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে।’

বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রাহিদ বলেন, ‘বিশাল একটি মাঠসংলগ্ন পাশাপাশি দুটি বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের পর্যাপ্ত জায়গা থাকায় প্রাথমিকের সীমানা থেকে শহীদ মিনার অপসারণ করা হয়েছে। বৃষ্টির কারণে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। অল্পদিনের মধ্যেই মাঠের পশ্চিম পাশে শহীদ মিনার নির্মাণ করা হবে।