Sun. Oct 19th, 2025
Advertisements
খােলাবাজার২৪, শুক্রবার১৬, অক্টোবর ২০২০: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘রোগ, যৌন নিপীড়ন, ধর্ষণে আজ সারা দেশ ভয়ানকভাবে অসুস্থ। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোনো চিকিৎসা নেই। এজন্য দেশকে গণতন্ত্র দেওয়া এবং মধ্যবর্তী নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।’

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাফরুল্লাহ।

এ সময় ইমামদের ভূমিকা তুলে ধরে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সম্প্রতি আমাদের আলেম সমাজ একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা সেখানে মূল ইস্যু হিসেবে উল্লেখ করেছে মেয়েদের সমতা দিতে হবে, মসজিদে মসজিদে খুতবায় দেশের অনাচারের বিষয়টি তুলে ধরতে হবে। তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ আরো বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের এই রোগের কোনো চিকিৎসা নেই। দ্বিতীয়ত, ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন।’

শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘একটা কিছু ভুল পথে চললে সেটাকে কারেক্ট করা খুব কঠিন ব্যাপার। ১৯৭২ সালে আমাদের পরীক্ষা নিয়ে যে সমস্যা হয়েছিল, নকলের যে সমারোহ হয়েছিল, সেটাকে বন্ধ করতে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছিল। আজকে তারই উদাহরণ ধরে বলছি, সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ।