Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার১৬, অক্টোবর ২০২০: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের রপ্তানি চালানের তিনটি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। সৌদিগামী চালান থেকে জব্দ করা এ ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার বিমানবন্দর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার বিষয়ে বিমানবন্দরের গোয়েন্দা কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রপ্তানিকারক এম এস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ। এতে রাজধানীর খিলগাঁও পশ্চিমপাড়ার ঠিকানা ব্যবহার করা হয়েছে। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্টের নাম। ঠিকানা দেওয়া হয়েছে সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টারের।

পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে আটকের খবর নিশ্চিত করেন।