Sat. Oct 25th, 2025
Advertisements

 

খােলাবাজার২৪, সোমবার ২৬, অক্টোবর ২০২০: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গতকাল ২৫ অক্টোবর, রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর।

সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার বিভ্রান্তিকর  স্ট্যাটাস প্রদান/তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না।

এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।