Sat. Oct 18th, 2025
Advertisements
খােলাবাজার২৪, বুধবার ০৪,নভেম্বর,২০২০: বগুড়ার ধুনট উপজেলায় মদ্যপ অবস্থায় স্কুলছাত্রীর বাড়িতে জোর করে প্রবেশের সময় এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার নাম সুলতান মাহমুদ ওরফে সুজন (২৭)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন। তিনি বলেন, ‘সুলতান মাহমুদকে মাদক সেবনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। সুলতান মাহমুদ উপজেলার পশ্চিম গুয়াডহরি গ্রামের বাসিন্দা।’

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সুলতান মাহমুদ গোসাইবাড়ি সাতমাথা এলাকায় এক স্কুলছাত্রীর বাড়িতে মাতাল অবস্থায় জোর করে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দেয়। এতে তিনি মাতাল অবস্থায় গালিগালাজ করতে থাকেন। স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে সুলতানকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে সুলতান মাহমুদ বলেন, ‘আমার ছোট ভাই দেশের বাইরে চাকরি করছে। পরিবারের সম্মতিক্রমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা চলছে। ওই বিষয়ে কথা বলতে স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই বাড়ির লোকজন আমাকে ঢুকতে না দিয়ে আটকে রেখে মারধর করেছে।’

বগুড়ার (শেরপুর-ধুনট সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, ‘স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুলতান মাহমুদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।