Sat. Oct 18th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বুধবার ০৪,নভেম্বর,২০২০: জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম গত ০৩ নভেম্বর ২০২০ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেছেন।সুদীর্ঘ ২৩ বছরের কর্মময় জীবনের ২১ বছর ই তিনি সিটি ব্যাংক এন.এ., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন।

তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশ নারি অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এন.এ. তে রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রিলেসনশিপ ম্যানেজমেন্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।জনাব রফিক স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে বিডি ফিন্যান্স লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই এ বিএ থেকে এমবি এ ডিগ্রি অর্জন করেন এবংতিনি দেশে ও বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবংপ্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।

তিনি ওমেগা ইউকে এবং মুডিস এর সনদ প্রাপ্ত একজন ক্রেডিট প্রফেশনাল।জনাব রফিকুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ২৪ শে মার্চ খুলনায়। ব্যক্তি জীবনে তিনি জেবুন্নেসা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং এক কন্যা আজনী এক পুত্র জাইফের গর্বিত পিতা।